ঢাকা বিশ্বিবদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামাল এবং রোকেয়া হলের স্বনামধন্য ক্রীড়াবিদ সুলতানা কামাল স্মরণে ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার ‘শেখ কামাল স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা’ ও সুলতানা কামাল স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতা’ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সকাল ১০টায় দুই দিন ব্যাপী আয়োজিত সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সন্ধ্যা ৭.০০টায় অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী পর্ব। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন অধ্যাপক কে এ এম সা’দ উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয় এবং বিশিষ্ট গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান, বঙ্গবন্ধু চেয়ার, ইসলামী বিশ^বিদ্যালয়, কুষ্টিয়া।
শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা এমপি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বগুন বিশ্বে বিরল। তিনি বলেন, ১৫ই আগস্টের হত্যাকারী ঘাতকদের দেশে ফিরিয়ে এনে অনতিবিলম্বে ফাঁসি এবং ২১ আগস্টের ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করা সময়ের দাবি।
অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, শেখ কামাল ছিলেন সংস্কৃতিমনা এবং খেলাধুলার প্রতি তার ভালবাসা ছিল প্রবল।
জিনাত হুদা বলেন, সুলতানা কামালের মত প্রতিভাবান খেলোয়ার পেয়ে রোকেয়া হল গর্বিত। এটি ছাত্রীদেও কাছে অনুকরণীয় হয়ে থাকবে সবসময়।
অনুষ্ঠানটি ছাত্রীদের সাংস্কৃতিক ও খেলাধুলার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন