মো. দিপুল হোসাইন
"করোনাকালীন কেমন আছেন আর সরকারি প্রনোদনায় আপনার অবস্থানই বা কি" বিদ্যমান বিশ্বব্যাপী মহামারি করোনাকালীন সময়ে সরকার ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রনোদনা প্যাকেজ ঘোষনা করেছে। যার বেশিরভাগই ভারি-মাঝারি শিল্প, সরকারের অন্যান্য সব বিভাগ এর আওতাবদ্ধ।
আমার তাতে ক্ষোভ বা হিংসা কোনটাই নাই প্রশ্ন একটাই আপনি আছেনতো এর আওতায়? কেমনে থাকবেন এসময়ে সামনে থেকে এই ভয়ংকর মহামারি করোনা কে মোকাবেলা করে যাচ্ছে সেই মানবসেবক যোদ্ধা ডাক্তারাইতো ছিলেননা পরে আলাদা প্যাকেজ ঘোষনা হয়েছে। তবুও তো হয়েছে কিন্তু আপনারা কোথায়?? ও হ্যাঁ আমাদের ব্যাংকাররাও পরে প্যাকেজ পেয়েছে সেখানেও আপত্তি নাই। যারা বিত্তহীন তারা পাচ্ছেন ত্রান, যারা হাত পাততে পারেনা তাদেরও মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মাতা তার নির্দেশে তারাও কমবেশি পাচ্ছেন।
প্রশ্ন আপনি পেয়েছেন কি??? দেশের ৫% মানুষের হাতে ৯৫% সম্পদ। আর বাকি ৯৫%মানুষের হাতে ৫%সম্পদ। মোট কর্মক্ষম মানুষের (১০০%) মাঝে সরকারি চাকুরিজীবি ২-৩% বাকি ৯৭% এর বেশির ভাগ বেসরকারি চাকরি বা নিজের ছোট খাটো ব্যবসার উপর নির্ভরশীল যাদের অনেকেই ১মাস/অনেকে ২মাস / অনেকে টেনেটুনে ৩ মাস চলতে পারবে পরের মাসে কি হবে জানেনা সে!!!! আমি সেই সব ছোট ছোট বেসরকারি চাকরিজীবিদের কথা বলছি। প্রত্যেকেই তার পেশাকে হাইলাইট করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রনোদনার আবেদন করছেন।
আমি কোন পেশাকে ছোট করছিনা কারন প্রত্যেকে পেশারই গুরুত্ব পূর্ন অবদান আছে দেশের জন্য। আপনার অবস্থাও সেরকম মনে হচ্ছে আর মিলেও গেছে কিন্তু আপনার জন্য তো প্রনোদনা নাই, ভাবছেন তাই-ই কিন্তু বলতে পারছেন না। আপনি বা আপনার মতো মেধাবি নয় তারপরও সে আজ প্রথম শ্রেনির কর্মকর্তা /প্রথম শ্রেনির রাজনীতিবিদ/ অনেক বড় কোন কোম্পানির বড় পদে আসীন আজ তার বা তাদের কোন সমস্যা নাই বা আগামি কয়েক বছর বসে খেলেও তাদের সম্পদ ফুরাবেনা। আমি বলছি আপনি কি তাদের দলে?? না হলে আপনাকেই বলছি আপনি কেমন আছেন???? আপনার আগামিকালের বাজার, বাচ্চার দুধ, বৃদ্ধ বাবা-মায়ের ঔষধ এমনকি আগামি মাসের বাসা ভাড়ার টাকা আছে কি????
কোন এক পরিচিতজনের সোস্যাল মিডিয়ার পোস্টে দেখলাম প্রনোদনা চাওয়ায় কোন একজন শিক্ষক কিছু কথা বলেছেন, আমার জানামতে তিনি যে পেশাই আছেন সে পেশার মানুষের প্রনোদনার প্রয়োজন আছে বলে মনে হয়না থাকলেও থাকতে পারে, আমার তাতেও কোন সমস্যা নাই প্রয়োজন থাকতেই পারে। যে শিক্ষক বলেছেন তারও প্রনোদনার প্রয়োজন হয়তো নাই কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থার অনেক বড় (প্রায়৭০%) অংশই বেসরকারি প্রতিষ্ঠান নির্ভর। এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বেসরকারি স্কুল, বেসরকারি কলেজ বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে মেধার বিচার করলে তারাও স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্র কিন্তু অনেকে ইচ্ছা করে বা ভাগ্যবিড়ম্বনাই আজ এ সমস্ত প্রতিষ্ঠানে চাকুরিরত।
আমি এই (৭০%) বৃহৎ কর্মজীবি মানব সম্পদের কথা বলছি যাদের ভাল থাকার উপর ভবিষ্যতের বাংলার ৭০% শিক্ষা ব্যবস্থা ভাল থাকা নির্ভর করছে। এমন অনেক পেশাই আছে যাদের শ্রমের উপর ভবিষ্যতের বাংলার অর্থনীতির অনেকটা নির্ভর করে, যাদের আগামি কাল/সপ্তাহ/মাসের নিত্য খরচের যোগান থাকবেনা।
আমি সেসব পেশার মানুষের কথাও বলছি, আপনি প্রনোদনা পাচ্ছেন কি??? না পেলে আগামি কাল/সপ্তাহ/মাসে আপনার বাজার, বাচ্চার দুধ, বৃদ্ধ বাবা-মায়ের ঔষধ এমনকি আগামি মাসের বাসা ভাড়ার টাকা আছে কি?????? নাকি "ঐ" মধ্যবিত্ত মানুষের কাতারে দাঁড়িয়ে সম্মান নষ্ট হবার শংকা বা আশংকাই পেটে পাথর আর শুস্ক ঠোঁটের শুকনো হাসি দিয়ে বলবেন আমি ভাল আছি।।।। হ্যাঁ আমি এখনো ভাল আছি আল্লাহ-র অশেষ কৃপায় আপনিও ভাল থাকবেন আর ভাল রাখবেন, মানুষের পাশে থেকে।
ঘরে থাকুন, "দুরত্ব" হ্যা এখন আর সামাজিক নয় ব্যক্তিগত দুরত্ব বজায় রাখুন, করোনা প্রতিরোধে দায়িত্বশীল ভুমিকা পালন করুন।
মতপ্রকাশ: কোনভাবে সরকারের কর্মসুচির বিরোধিতা করা নয় এমন কি কোন পেশাকে ছোট করার প্রয়াসে নয় বক্তব্যটি বর্তমান বিশ্লেষণের" জয়বাংলা, জয় বিশ্বমানবতার।
লেখক, সহকারি অধ্যাপক, দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন