ফ জ লু র র হ মা ন
তোমার চুল চিরুনির সাথে যেমন করে কথা বলে;
তেমনি করে তুমি তো আর কথার বিলি কাটো না।
কাকদুপুরে বালিশ তোমায় যেমন করে ঘুম জড়ায়,
তুমি তো আর তেমন করে কারো ঘুমে আসো না।
চুড়ির ভাঁজে,খোঁপার সাজে যে তোমাকে আড়ে আড়ে চায়;
তুমি তো আর কাউকে তেমন করে দ্যাখো না।
চলতি পথে পায়ের নূপুর যেমন করে বাজে তোমার,
কারো হৃদয়ে গোপন বাঁশি তেমন করে বাজে না।
ঝুকে পড়ে চুল ছড়িয়ে যেমন করে লিখ চিঠি, পড়ো যেমন মন লাগিয়ে;
তেমন করে কেউ লিখে না,গুনগুনিয়ে পড়ে না।
রাতদুপুরে জ্বরে পোড়া কপালে হাত রেখে বলো,
'এ জীবনে তোমায় আমি ভুল করেও ভুলবো না।'
এভাবে কেউ প্রতিশ্রুতি আজকাল বড়ো দেয় না।
তোমার মুখে রোদ বিকেল যেমন করে প্রেম নামায়;
তেমনি করে প্রেম-বিরহে ইদানিং কেউ ভাসে না।
বর্ষামেদুর এক জীবনে যে আকাশ তুমি পেয়েছো;
তেমনি করে আকাশ জীবন অনেকেরই জোটে না।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন