জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব এর আয়োজনে ‘Lets Talk’ Public Speaking ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অগাস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আলভী রিয়াসাত মালিক, প্রভাষক মোহাম্মদ মিলন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক অর্পণা আওয়াল।
প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অভিজিত দত্ত প্রান্ত, দ্বিতীয় স্থান অধিকার করেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী দিপানতিতা হোসাইন তানজিয়া, তৃতীয় স্থান অধিকার করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আকলিমা আক্তার লিমা।
২৫ ও ২৬ জুলাই ৫৭ প্রতিযোগীর মধ্য থেকে বাছাইয়ের মাধ্যমে ১৩ জন প্রতিযোগীকে রাখা হয়েছিল ফাইনাল রাউন্ডের জন্য। সেখানে বিচারক হিসেবে ছিলেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মিলন ও ক্লাবের কার্যনির্বাহী সদস্যরা। মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন