মানুষের বেঁচে থাকার জন্য সঙ্গ প্রয়োজন হয়। সেটা হতে হয় সামাজিক মেলবন্ধন। কিন্তু আধুনিক সভ্যতা আমাদের সামাজিক যোগাযোগের সাইট বানিয়ে দিয়ে বাস্তব জীবনে অসামাজিক বানিয়ে ফেলেছে। এখন আমাদের সামাজিকতা ফেসবুক কেন্দ্রিক। অথচ গবেষণা বলছে যারা ফেসবুকে বেশি সময় কাটায় তারা হয় নিঃসঙ্গ। আরেকটা ব্যাপার হলো রিক্রিয়েশনের অভাব। এই ব্যবস্থা আমাদের বন্ধুবান্ধব বাদ দিয়ে একা থাকতে শিখিয়েছে। আত্মহত্যার মূল কারণ এই নিঃসঙ্গতা। নিঃসঙ্গতা থেকে জন্ম নেয় হতাশা। তারপর ড্রাগ এডিকশন। তারপর একদিন ঝুলে পড়া। এভাবেই ঝরে যাচ্ছে সম্ভাবনাগুলো। এর থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের সামাজিক যোগাযোগ বাড়াতে হবে। বন্ধুদের সাথে মিশতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। ফ্যামিলির সাথে সব বিষয়ে ফ্রি হতে হবে।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন