‘ভ্যাকসিন হিরো’সম্মাননার পর আরও একটি সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তরুণদের দক্ষতা উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখায় মর্যাদাপূর্ণ ‘চ্যাম্পিয়ন অব দ্য স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’সম্মাননা দেয়া হয়েছে তাকে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে ইউনিসেফ হাউসে ‘অ্যান ইভনিং উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’শীর্ষক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল- ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর।
সম্মাননাটি বাংলাদেশ ও বিশ্বের সব মানুষ ও শিশুকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সম্মান আমার একার নয়- এটি বাংলাদেশের। কারণ বাংলাদেশের জনগণ আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। এ কারণেই আমি তাদের সেবা করার সুযোগ পেয়েছি। এই সুযোগের জন্য আমি এই সম্মান অর্জন করেছি।
বাংলাদেশের তরুণদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, লাখ লাখ তরুণ তাদের দক্ষতার সঙ্গে আমাদের জীবন ও জীবিকা নির্বিঘ্ন করে চলেছে। একটি দায়িত্বশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে আমাদের অবিচল পদক্ষেপেরও প্রকাশ করে এ স্বীকৃতি।
তরুণ-যুবাদের শিক্ষিত, দক্ষ, উদ্যমী ও যুগোপযোগী করে গড়ে না তুললে দেশের অগ্রগতি সম্ভব নয়; এ কথা বাংলাদেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন।
বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুবকদের সম্ভাবনা কাজে লাগানো ব্যতীত দেশের অগ্রগতি সম্ভব নয়। আমরা জ্ঞানী, কর্মঠ ও সৃষ্টিশীল একটি তরুণ প্রজন্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। যে তরুণ সমাজ যুগের সঙ্গে তাল মিলেয়ে যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে এসব তরুণই সহায়তা করবে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, এই পুরস্কারের আগে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশে সমন্বিত টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতার জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই-গ্যাভি) তাকে এ পুরস্কার দেয়।
পুরস্কার গ্রহণের পর জাতিসংঘ সদর দফতরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ যে পুরস্কার পেলাম তা আমার নয়, বাংলাদেশের জনগণের। আমি আমার জনগণকে এ পুরস্কার উৎসর্গ করছি।
তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সুস্বাস্থ্যের অধিকারী প্রজন্মের অত্যন্ত প্রয়োজন। আগামীর শিশুরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে দেশ পরিচালনা করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। সুস্বাস্থ্যের অধিকারী নতুন প্রজন্মই কেবল পারে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন