সমুদ্র, নদী ও জলাশয়ে প্লাস্টিক ও পলিথিনের দূষণ রোধে বিশ্বব্যাপী সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরই অংশ হিসেবে বুধবার (৯ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়ন, গুলশান সোসাইটি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজধানীর গুলশান, বনানী, মহাখালী লেকে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
প্রায় শতাধিক স্বেচ্ছাসেবকের সমন্বয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
অভিযানের শুরুতে বক্তারা বলেন, প্লাস্টিকের বর্জ্য একটা অভিশাপ। দেশের নদ-নদী, জলাশয় এবং রাস্তাঘাট আজ প্লাস্টিকের দূষণের কারণে হুমকির সন্মুখীন। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের ওপর তাগিদ দেয়া জরুরি।
কর্মসূচিতে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনচা টিয়ারিঙ্ক, সুইডেনের রাষ্ট্রদূত সার্লোট্টা স্লাইটার, ডেনমার্কেও রাষ্ট্রদূত ভিনি এসটপ পিটারসন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেস্টাইন, গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল শুক্লা সারওয়াত সিরাজ, গুলশান লেক কমিটির সদস্য ইভা রহমান, শায়ান সেরাজ, জাহিদ হাসান প্রমুখ।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন