মৌসুমী হামিদ। মডেল ও অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনে আজ প্রচার হবে তার অভিনীত একক নাটক 'সুখ পাখির ডানা'। মাহমুদ হাসান রানা পরিচালিত এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
'সুখ পাখির ডানা' নাটকে যে সংগ্রামী মেয়ের গল্প তুলে ধরা হয়েছে, তা কতটা সময়োপযোগী?
সমকালীন জীবন ধারার গল্প না হলে এই নাটকে অভিনয় করতাম না। নাটকে এক সংগ্রামী মেয়ের জীবন উপস্থাপন করা হয়েছে। অভিভাবকহীন মেয়েটি খাবার হোটেলের কাজ করে। এমন চরিত্র কিন্তু আমাদের চারপাশেই অনেক রয়েছে। শুধু আমার অভিনীত চরিত্রই নয়, নাটকের প্রতিটি চরিত্রে চেনা-জানা মানুষের ছায়া খুঁজে পাবেন দর্শক।
লকডাউনের সময় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেখানে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
আমি উত্তরার বাসায় একা থাকি। লকডাউনের সময়ে আমার মনে হলো, একটি মেয়ের একাকী জীবন নিয়ে একটি গল্প লিখলে কেমন হয়? সেই ভাবনা থেকে একটি গল্প লিখি। 'ভুল' শিরোনামের গল্পটি থেকে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন অভিনেতা ও নির্মাতা রওনক হাসান। তিনি আমাকেই অভিনয় করতে বলেন। বলা যায় এবারে নিজের গল্পে অভিনয় করেছি। বাসায় মোবাইল ক্যামেরায় ছবিটির দৃশ্যধারণ করেছি।
শুনলাম আসছে দুর্গাপূজায় প্রচারের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন...
হ্যাঁ। ঠিকই শুনেছেন। 'প্রেম ও বিসর্জন' নামের একটি নাটকে অভিনয় করব। শিখা কর্মকারের রচনায় এটি পরিচালনা করবেন সীমান্ত সজল। শিগগিরই এর দৃশ্যধারণ শুরু হবে।
এখন আর কী কাজ নিয়ে ব্যস্ত?
করোনার কারণে এখন নিয়মিত শুটিং করছি না। দু'দিন টানা কাজ করলে চারদিন বিশ্রাম নিচ্ছি। এখন আমার হাতে রয়েছে মুসাফির রনির 'তোলপাড়', সঞ্জিত সরকারের 'চিটিং মাস্টার' ধারাবাহিকের কাজ। এ ছাড়া সামনে বেশ কয়েকটি এক খণ্ডের নাটকে কাজের কথা রয়েছে।
এবারের চলচ্চিত্র নিয়ে কিছু বলুন?
লকডাউনের কয়েক মাস আগে গাজী রাকায়েতের 'গোর' ছবির কাজ শেষ করেছি। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরপর আর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়নি। ছোট পর্দাতেই নিয়মিত কাজ করছি। আর বড় পর্দায় খুব ভেবেচিন্তে করতে হয়। গল্প ও চরিত্রে যখন নিজেকে আলাদাভাবে দেখার সুযোগ পাই তখনই অভিনয় করি। এই সময়ে আমার কাছে যে ধরনের গল্পে কাজের প্রস্তাব আসে, সেগুলোর গল্প পছন্দ হচ্ছে না বলেই অভিনয় করছি না। আমি সংখ্যায় নয়, কাজের মান নিয়ে বিশ্বাসী।
পর্দায় নানা চরিত্রে হাজির হন। বাস্তবে আপনি কেমন?
সহজ-সরল একজন সহজ মানুষ। সবকিছু মন খুলে বলে দিই। সবার সঙ্গেই মিশতে পছন্দ করি। কোনো কিছু লুকাতে পছন্দ করি না। যাদের মধ্যে এই ধরনের অভ্যাস আছে, তাদের থেকেও আমি দূরে থাকি। আমার কাছে জীবন সুন্দর। সূত্র- সমকাল
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন