দূর দিগন্তে যেদিক তাকাই
সবুজ আর শ্যামল,
মাঠে ফলে সোনার ফসল
পুকুরে রক্ত কমল।
এই বাংলার নদী - নালা
মাঠ-ঘাট প্রান্তর,
যতই দেখি ভালো লাগে
জুড়ায় মন-অন্তর।
বিদেশী কেউ বাংলায় এলে
করে ভীষণ ভ্রান্তি,
পথিক ভাই শীতল ছায়ায়
জুড়ায় দেহের ক্লান্তি।
দূর দিগন্তে যেদিক তাকাই
সবুজ আর শ্যামল,
মাঠে ফলে সোনার ফসল
পুকুরে রক্ত কমল।
এই বাংলার নদী - নালা
মাঠ-ঘাট প্রান্তর,
যতই দেখি ভালো লাগে
জুড়ায় মন-অন্তর।
বিদেশী কেউ বাংলায় এলে
করে ভীষণ ভ্রান্তি,
পথিক ভাই শীতল ছায়ায়
জুড়ায় দেহের ক্লান্তি।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন