নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণের সময়সীমা ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, আশানুরূপ আবেদন না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা (চবি, নোবিপ্রবি, বশেমুরপ্রবি), নোবিপ্রবি'র ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকা যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি। আর নতুন করে দেওয়া নোবিপ্রবির সার্কুলারে ইউনিট বৃদ্ধিসহ পরীক্ষা পদ্ধিতে পরিবর্তন। সবমিলিয়ে নোবিপ্রবিতে আবেদন না করার পেছনে এই কারণগুলোকেই তুলে ধরছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
মোট ছয় ইউনিটে ২৮ টি ডিপার্টমেন্ট ও ২ টি অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নিম্নরূপ-
A ইউনিট: ২৬ অক্টোবর ২০১৮, সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত।
B ইউনিট: ২৬ অক্টোবর ২০১৮, বিকেল ৩.০০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত।
C ইউনিট: ২৭ অক্টোবর ২০১৮, সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত।
D ইউনিট: ২৭ অক্টোবর ২০১৮, বিকেল ৩.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত।
E ইউনিট: ২৮ অক্টোবর ২০১৮, সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১১.৩০ টা পর্যন্ত।
F ইউনিট: ২৮ অক্টোবর ২০১৮, বিকেল ৩.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন