চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান শুরু হবে বলে জানা যায়।
শুক্রবার বিষয়টি দৈনিক ইত্তেফাককে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া।
প্রক্টর বলেন, ডিনস কমিটির মিটিংয়ে অনলাইনে ক্লাস চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। তবে কিভাবে তা বাস্তবায়ন হবে তা পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহরের চবির চারুকলা ইনস্টিটিউটে ডিনস্ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন