রক্তে লেখা বর্ণমালা ছড়িয়ে গেল বিশ্বময়
ধমনি হতে কণ্ঠে এঁকে কৃতজ্ঞতা অন্তরময়
মা শব্দে শেখা নামে লিখছি তোদের নাম
বরকত, রফিক, জব্বার, শফিউর, সালাম।
অ আ ক খ দিয়ে লিখেছি একটি দেশ
ত্রিশ লাখ শহিদ লিখেছে বাংলাদেশ
বাংলা থেকে পেয়েছি এই প্রিয় দেশ
শাশ্বত বাংলা জননী তুমি অনিঃশেষ।
রক্তে কেনা বাংলা বানান আজ ভয়ে লিখছি নানান
প্রমিত বাংলা বানান তোকে নির্ভয়ে দেবো জানান।
ভালোবাসি তোকে অনেক ভালোবেসে যাব
ঋণশোধের এমন সুযোগ আর কোথায় পাব?
রক্তে লেখা বাংলা বানান
লিখব সবে প্রমিত বানান
মাথা উঁচে দেবো জানান
রক্তে কেনা বাংলা বানান।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন