চোরাবালি
স্রোতের মুখে দাঁড়িয়ে
পদ্মা পাড়ি দিবার স্বপ্ন
বান আসুক নদীতে
হেঁটেই পাড়ি দিবো
পা ফেলেই দেখি
চোরাবালি !
ঋতুবদল শেষে
ক্ষেতগুলো লাঙলের অপেক্ষায়
সহবাস চায়।
বর্ষার পানি নেমে গেছে
ঋতুবদল শেষ কিযে উত্তেজনা!
কৃষক আবারো লাঙল নিয়ে ফিরবে ক্ষেতে
হাত-পায়ে তাঁর কাদা মাটির গন্ধ ছড়াবে।
কৃষাণীও প্রস্তুত!
কৃষকে সঙ্গ দিবে।
অদ্ভুত সময়োচিত
নদীর পাড়ে যেতেই
সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে শরীরে
নীলতিমির শীতল দীর্ঘশ্বাস।
বরফ জমাটবদ্ধ শহরে
মানুষ উদ্ধার করতে
আকাশ থেকে নেমেছে
ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান।
গতরাতের অন্ধকার এখনো শেষ হয়নি
শহরের অলি-গলিতে দলবেঁধে
ফণা তুলে আছে সাপের ছলম।
রাজকুমারের ঘোড়া
ছোট-বড় দালান আর গাছ দৌড়াচ্ছে রাস্তার পাশে
মানুষগুলো দোলনায় দোলে স্বপ্নঘোর।
যুবতী মেয়েটি রাজকুমারের ঘোড়ায় চড়ে রাজ্যে ফিরছেন।
রাতের অন্ধকারে রাস্তা ঘুমায়।
ঘাতক পালকির ভেতর থেকে হেঁটে আসে মৃত্যুর মিছিল
স্যাঁতস্যাঁতে মাংস ও হাড়ভাঙা শিশুসহ নারী-পুরুষ।
উন্নয়নের স্রোতে ঘোড়াগুলো চলছে মহাসড়কে প্রাত্যহিক।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন