বাংলাদেশে তরুণদের জন্য নিবেদিত একমাত্র অনলাইন পত্রিকার নাম ইয়ুথ জার্নাল। যেটি তারুণ্যের অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন সাধনে তরুণদের অনুপ্রাণিত ও উৎসাহিত করার মাধ্যমে তাঁদের সামর্থ্যকে কাজে লাগানোর নিমিত্তে কাজ করে যাচ্ছে।
আমাদের নিজস্ব কোনো লেখক নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন তরুণ মিলে এই ভাবনাটা সামনে এনেছি। এই তরুণরা বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছে। অনেক তরুণদের নিয়ে নানা কার্যক্রম পরিচালনা করছে।এদেশের গণমাধ্যমগুলো তারুণ্য বিষয়ে খুব বেশি আগ্রহী নয়। অথবা বানিজ্যিক কারণে তরুণদের সফলতার বিষয়গুলো বাদ পড়ে যায়। কিন্তু তরুণদের নেতিবাচক বিষয়গুলো ঠিকই উঠে আসে পত্রিকার পাতায়, টিভি চ্যানেলে। আমরা মনে করি, তরুণদের নেতিবাচক দিক থেকে ইতিবাচক দিক হাজার গুণ বেশি। কিন্তু সেগুলো অপ্রকাশিতই থেকে যায়। আমরা সেসব বিষয়গুলোকে নিয়েই সাজাতে চাই এই প্লাটফর্মটি।
পাঠকই লেখক। আপনারাই পড়বেন আপনারাই লিখবেন। তরুণদের উৎসাহ প্রদানে যেকোন ইতিবাচক লেখাকে আমরা স্বাগত জানাই। যেমন তরুণরা মাদক নিচ্ছে এটা লেখার বিষয় নয়, মাদক থেকে মুক্তির উপায় আমাদের লেখার বিষয়বস্তু। আমরা নিউজ নির্ভর নই আমরা সফলতার গল্প চাই। যা অন্যদের উৎসাহিত করবে। প্রেরণা যোগাবে। এগিয়ে যাওয়ার পথ প্রশস্থ করবে। দেশে বিদেশে তরুণদের সফলতার গল্প, তারুণ্যের জয়গান, ক্যারিয়ার, ক্যাম্পাসে তারুণ্য, তারুণ্য ভাবনা, তরুণদের নিয়ে গুণিজন ভাবনা, গণতন্ত্র ও তারুণ্য, তরুণদের সাক্ষাতকার, তারুণ্যের লাইফ স্টাইল...
এছাড়াও আমরা একটা তরুণ লেখক দল গঠন করতে চাই। যাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই। লেখালেখির কৌশল শিখাতে চাই। আপনি কি এমন একজন হতে চান?
আমরা বিশ্বাস করি, একদল স্বপ্নবাজ তরুণই পারে সমাজ প্রগতিতে অগ্রণী ভূমিকা রাখতে। সমাজ-রাষ্ট্রের এই রূপান্তর পরিক্রমায়ই বিকশিত হবে তারুণ্যের প্রাণশক্তি আর শুভ ভাবনার। এই ভাবনাগুলোকে সঙ্গী করেই তারুণ্য লড়বে শুভ শক্তির বিকাশে, ইতিবাচক পরিবর্তনের পথে।
লেখাটি অভ্রতে লিখবেন, লেখার সঙ্গে প্রয়োজনীয় ছবি জেপিজি ফাইলে এবং আপনার একটি ছবি দিবেন।লেখার সঙ্গে আপনার পরিচিতি ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করবেন। লেখা পাঠাবার ঠিকানা: info.youthjournal@gmail.com, feature.youthjournal@gmail.com
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন