দেশজুড়ে জেঁকে বসেছে শীত। বইছে শৈত্য প্রবাহ। এক প্রকার বিপর্যস্ত জনজীবন। তবে সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থায়আছে সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরা। এই সব সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেই উষ্ণতার পরশ নিয়ে গেছে সামাজিক সংগঠন 'ভিন্ন দৃষ্টি'। ভিন্নদৃষ্টি'র পাঠশালা তে ৩৬ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় শীতের পোশাক ও পেট্রোলিয়াম জেল।
বগুড়া শহরের চেলোপাড়া রেলওয়ে বস্তি সংলগ্ন শিশু পার্কে সমাজে পিছিয়ে থাকা ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভিন্ন দৃষ্টি গড়ে তোলে "ভিন্নদৃষ্টি'র পাঠশালা"। দুই বছর এই সব শিশুদের বিনামূল্যে পাঠদান করে আসছে ভিন্ন দৃষ্টি এর স্বেচ্ছাসেবীরা। পাঠদানের পাশাপাশি তাদের শিক্ষা উপকরণ, তাদের নিয়ে বিভিন্ন দিবস উৎযাপন, বিভিন্ন উৎসব উৎযাপন সহ তাদের সমাজের বিভিন্ন অসংগতি ও কিশোর অপরাধ সম্পর্কে তাদের সচেতন করা হয়।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন