অসাধারণ এক স্কুলের সাথে বাংলাদেশের পরিচয় হোক। এই স্কুলে একটি দেয়াল আছে যার নাম ‘মহানভবতার দেয়াল’। দেয়ালের বা পাশে লেখা, তোমার যা প্রয়োজন নেই তা এখানে রেখে যাও। আর ডান পাশে লেখা- তোমার দরকারি জিনিস পেলে নিয়ে যাও।
ছাত্র ছাত্রীরা তাদের অব্যবহৃত জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র সেখানে সাজিয়ে রেখে চলে যায়। আর যখন যাদের যা যা দরকার তারা মনে করে বাড়ি নিয়ে যায়।
ব্যতিক্রমি ওই স্কুলটির নাম দক্ষিণ মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অসাধারণ ওই স্কুলটি কিশোরগঞ্জে অবস্থিত। ইতিমধ্যে স্কুলটি ব্যাপক সাড়া জাগিয়েছে। মহানুভবতা তৈরি করেছে শিক্ষার্থীদের মাঝে।
বিভেদের দেয়াল ভেঙ্গে ভালোবাসার মানবিকতার যে দেয়াল গড়ে তুলেছে দক্ষিণ মুকসুদপুরবাসী সে কথা জানুক পুরো বিশ্ব। 'মহানুভবতার দেয়াল' কনসেপ্ট ছড়িয়ে পড়ুক সারা বাংলার প্রতিটি স্কুলে স্কুলে। এই প্রত্যাশায়...
কার্টেসি : Rafiuzzaman Sifat ও Fahad Asgar
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন