সারিকা হোসেন কমলাপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিন সকালে উঠে খিলক্ষেতে বাসের জন্য অপেক্ষা করতে হয় তাকে। বাসে সময়মতো উঠলেও সে ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছতে পারে না। জ্যামের কারণে কর্মস্থলে যেতে তাকে প্রায় প্রতিদিনই বিড়ম্বনায় পড়তে হয়। সারিকা বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখছে মেট্রোরেলের নির্মাণকাজ, আর ভাবছে মেট্রোরেল হলে শুধু সে নয় মেগাসিটি ঢাকার লাখ লাখ মানুষ উপকৃত হবে।
গণপরিবহণে বিরাটসংখ্যক জনগোষ্ঠীকে সহজে ও দ্রুতগতিতে যোগাযোগ সেবা দিবে মেট্রোরেল। সেইসাথে যানজটমুক্ত ঢাকা মহানগরী গড়ে তুলতে এগিয়ে চলছে মেট্রোরেলের নির্মাণ কাজ। ঘড়ির কাঁটা ধরে প্রতি চার মিনিট পরপর চলবে মেট্রোরেল। প্রতিদিন উভয়দিকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী চলাচল করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম অগ্রাধিকার এ প্রকল্প সম্পন্ন হবে জুন ২০২০ সাল নাগাদ। ২০১৯ সালের মধ্যে উত্তরা হতে আগারগাঁও এবং ২০২০ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে। এর ফলে সারিকার মতো অনেকেরই প্রতিদিনের চলার পথের কষ্টের অবসান হবে।
ছবি ও লেখা: পিআইডি
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন