তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তরুণরাই গড়বে বিশ্ব। এজন্য জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী তরুণ সমাজকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে আগ্রহী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
স্পিকার বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যার বিপুল অংশ তরুণ। গণতন্ত্রের সুফল পেতে এ তরুণ সমাজকে গণতন্ত্র সম্পর্কে আগ্রহী ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর একই মূল্যবোধ, সংসদীয় গণতন্ত্র, জেন্ডার সমতা ইত্যাদি বিষয়ে তরুণ সমাজকে অবহিতকরণ ও শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে ‘সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এবছর মার্চ মাসে বাংলাদেশ থেকে এ কর্মসূচি শুরু হয় এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে বছরব্যাপী এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
স্পিকার আরও বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদেরকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে গণতন্ত্র সম্পর্কে তাদের ধ্যান-ধারণার উৎকর্ষ সাধনে সক্ষম হয়েছেন। তিনি ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন