উদ্যমী তরুণ প্রজন্মকে তাদের চিন্তাশীলতা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতা প্রকাশ ও শাণিত করবার সুবর্ণ সুযোগ নিয়ে রোবটিক্স ক্লাব অব ব্র্যাক ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে অনলাইনভিত্তিক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ট্র্যাকশন।’ ইভেন্টটি বছরের বৃহত্তম জাতীয় (আন্তঃবিশ্ববিদ্যালয়) কার্নিভাল যা তিনটি সেগমেন্ট নিয়ে আসছে; আইডিয়া কন্টেস্ট টেকবিজ, হ্যাকাথন ট্র্যাকথন এবং প্রোগ্রামিং কন্টেস্ট আওয়ার অব কোড। পুরো ইভেন্টই সম্পন্ন হবে অনলাইনে।
‘টেক বিজ’ নামের উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক আইডিয়া প্রতিযোগিতায় প্রতিযোগীরা বাস্তব জীবন অথবা দেশভিত্তিক কোনও একটি সমস্যার সমাধান করতে কিংবা প্রযুক্তি-বৈপ্লবিক চ্যালেঞ্জ বাস্তবায়নে তাদের অনন্য ধারণা উপস্থাপন করতে হবে। সৃজনশীলতা এবং প্রযুক্তিবিদ্যা কৌশল ব্যবহার করে যে কেউ সেগমেন্টটিতে অংশগ্রহণ করতে পারবে।
হ্যাকাথন ট্র্যাকথন এ বর্তমানের জাতীয় বা আন্তর্জাতিক ঘটনা সম্পর্কিত কয়েকটি সমস্যা দেওয়া হবে যার প্রযুক্তিগত সমাধান নিয়ে কাজ করতে হবে। এখানে সমস্যা সমাধানের মাধ্যমে নিজের প্রোগ্রামিং দক্ষতা প্রদর্শন করার সুযোগের সঙ্গে রয়েছে নিজস্ব সৃজনশীলতা সমৃদ্ধ করারও সুবিধা।
উৎসাহিত প্রোগ্রামারদের জন্য রোবটিক্স ক্লাব অব ব্র্যাক ইউনিভার্সিটি আয়োজন করছে একটি চমৎকার প্রোগ্রামিং প্রতিযোগিতা। প্রত্যেক প্রতিযোগীকে ৬টি সমস্যার সমাধান বের করার জন্য ৪ ঘন্টা সময় দেওয়া হবে । প্রতিযোগীরা জাভা, পাইথন, সি++ সহ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে সমস্যাগুলো সমাধান করতে পারবে।
রোবটিক্স ক্লাব অব ব্র্যাক ইউনিভার্সিটির তরফ থেকে এই ইভেন্টে বিজয়ীদের জন্য থাকছে সর্বমোট ৬০ হাজার টাকা মূল্যের প্রাইজমানি। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে প্রতিযোগীদের। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।
বিস্তারিত জানতে পারেন রোবটিক্স ক্লাব অব ব্র্যাক ইউনিভার্সিটি'র ফেসবুক পেইজে অথবা ট্র্যাকশন-২০২০ ইভেন্ট পেইজে এবং অফিশিয়াল ওয়েবপেইজে।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন