বর্ষা ঋতু বিদায় নিলো
এলো ঋতুর রানী,
মৌমাছিরা মধুর সুরে
করছে কানাকানি।
শরৎ এলে গাছে ফোটে
শিউলি বকুল ফুল,
রূপ গন্ধে অতুলনীয়
মন করে ব্যাকুল।
শান্ত নদীর দু'ধার ভরা
শুভ্র কাশফুলে,
নায়ের মাঝি গান ধরে
দু:খ ব্যথা ভুলে।
শরৎ মানে সাদা মেঘ
নীল আকাশের পানে,
রাতের বেলা ভালো লাগে
ঝিঁ ঝিঁ পোকার গানে।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন