সবজি চাষি যশোরের ফরিদ মিয়া নিজের গ্রামেই সবজি বিক্রি করে, যা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। একদিন সে ঢাকায় এসে দেখতে পেল সেখানে সবজির দাম অনেক বেশি। তা দেখে সে ভাবল যোগাযোগ ব্যবস্থার জন্যই দামের এই আকাশ-পাতাল ব্যবধান। মনে পড়লো তার মতো অনেক চাষির কত সবজি নষ্ট হয় বিক্রি না হওয়ার কারণে। অভাববোধ করলো রাজধানীর সাথে দ্রুত যোগাযোগ ব্যবস্থার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম অগ্রাধিকার পদ্মাসেতুটি নির্মাণ হলে স্বপ্নের সফল বাস্তবায়ন হবে ফরিদ মিয়ার মতো চাষি ও তৃণমূল ব্যবসায়ীদের। সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে এ সেতু নির্মিত হচ্ছে। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে সংযুক্ত করবে। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬০ শতাংশ। ইতোমধ্যে সেতুর ৫টি স্প্যান বসানো হয়েছে। পদ্মাসেতু দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলা রাজধানী ঢাকা ও পূর্বাঞ্চলের সাথে যুক্ত হয়ে সারাদেশে গণমানুষের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হবে।
ছবি ও লেখা: পিআইডি
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন