শিল্প, সাহিত্য ও সাংবাদিকতায় পাঁচ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচজন তরুণকে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা প্রাপ্তরা হলেন-অনলাইন সাংবাদিকতায় আহমেদ জুয়েল, ছড়া ও কবিতায় অদ্বৈত মারুত, উপন্যাসে সাদাত হোসাইন, ছোটগল্পে সালাহ উদ্দিন মাহমুদ ও গীতিকবিতায় এমআর মনজু।
সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) ও আরপি ফাউন্ডেশন রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পাঁচ কবি, লেখক ও সাংবাদিকের হাতে সম্মাননা তুলে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এস এম মজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম, কবি ও কথাসাহিত্যিক আলমগীর রেজা চৌধুরী, ছড়াকার আলম তালুকদার। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ছাড়াকার আসলাম সানী, সভাপতি আলমগীর খোরশেদ ও সাধারণ সম্পাদক তারেক হাসান। সম্মাননা অনুষ্ঠানের প্রথম পর্বে শরতের কবিতা পাঠ করেন আমন্ত্রিত কবিরা।
দ্বিতীয় পর্বে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। সবশেষে অনুভূতি প্রকাশ ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন