যে পাখিটি
যে পাখিটি গাইতে পারে
মন ভোলানো গান,
সেই পাখিটির জন্য আমার
মন করে আনচান।
যে পাখিটি নাচতে পারে
তাক ধিনা ধিন ধিন,
আনন্দে বাজাতে পারে
মধুর সুরে বিন।
যে পাখিটির মধ্যে আছে
দেশকে ভালোবাসা,
সেই পাখিটা আমার হবে
এটাই শুধু আশা।
(২)
চড়ুইর সংকল্প
শালিক,দোয়েল, ঘুঘু, টিয়া
বাদ যায় নাকো ময়না,
টুনটুনির বিয়েতে যাবে
চড়ুই ধরে বায়না।
মায়ে বোঝায়,বাপে বোঝায়
কিছুই সে মানে না,
ভেঁ ভেঁ করে জুড়ে দিল
ঠোঁট ফুলিয়ে কান্না।
বাবা শুধায়-
গরীব পাখি বলে আমরা
নেয়না তো কেউ খোঁজ,
তারা কত ফুর্তি করে
পেট পুরে খায় রোজ।
মায়ে শুধায়-
দু:খ,কষ্ট নিয়ে থাকব
কারো ধার ধারবো না,
অন্যের খাবার চুরি করে
কখনো খাবো না।
সবশেষে চড়ুই শান্ত হয়
মা বাবার কথা শুনে,
নিজ শ্রমে উন্নতি করবে
সংকল্প করে মনে।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন