টয়লেট বা শৌচাগার মানেই একান্ত গোপনীয় নিজস্ব জায়গা। তাই অনেকেই সুন্দর করে বাড়ির এই নিজস্ব জায়গাটি সাজানোর চিন্তা করেন। কিন্তু তাই বলে স্বচ্ছ কাঁচের, তাও আবার পার্কে, উন্মুক্ত জায়গায়?
https://twitter.com/i/status/1295339601385537537
এমন অভিনব পাবলিক টয়লেট বা গণ-শৌচাগারের দেখা পাওয়া যাবে জাপানের টোকিও শহরের পার্কে। তবে যেমনটা ভাবছেন তেমন নয়, এই টয়লেটে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তায় কোনও সমস্যা হবে না। কারণ এক প্রকার 'স্মার্ট কাঁচ' দিয়ে তৈরি এর দেয়াল। এমন ব্যবস্থা রয়েছে, যখন সেটি খালি থাকবে তখন বাইরে থেকে ভিতরের সব কিছু দেখা যাবে। যেই কেউ ভিতরে প্রবেশ করে দরজা লক করে দেবেন, চারটি দেওয়ালই স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়ে যাবে। বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে কিছুই দেখা যাবে না।
জাপানের শিগেরু বান আর্কিকেক্টস নামে একটি সংস্থা এই টয়লেটগুলো নকশা করেছে। তাদের লক্ষ্য পাবলিক টয়লেট সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তনের চেষ্টা করা। পাবলিক টয়লেটে ঢোকার আগে দু'টি জিনিস মাথায় আসে, এটি পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো? অথবা ভিতরে কেউ নেই তো? এই দু'ই প্রশ্নের উত্তরই বাইরে থেকে পেয়ে যাবেন ব্যবহারকারীরা। কেউ না থাকলে বাইরে থেকে সব কিছু দেখা যাবে, দেখা যাবে সেটি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন।অভিনব এই টয়লেট টোকিওর শিবুয়া জেলার ইয়োইয়োগি ফুকামাচি মিনি পার্ক ও হারু-নো-ওগাওয়া কমিউনিটি পার্কে এগুলি স্থাপন করা হয়েছে। আর এমন এক উদ্ভাবনের ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সেখানে দেখা যাচ্ছে, অনেকেই অবাক হয়ে দেখছেন এমন টয়লেট। অনেকে আবার ঢুকবেন কি না, সেই দোটানায় রয়েছেন। অনেকে আবার পরীক্ষা করার জন্য ভিতরে ঢুকে দরজা লক করতেই দেখেন, না ভয়ের কিছু নেই।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন