সরকারি কর্ম কমিশন (পিএসসি) দুই হাজারের অধিক ক্যাডার নিয়োগ দিতে আগামী ১১ সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
৩৯ তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ প্রসঙ্গে তিনি জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের পরিকল্পনা আছে।
পিএসসি সূত্রে আরো জানা যায়, ৪০তম বিসিএসে লিখিত পরীক্ষার প্রতিটি খাতা মূল্যায়ন করবেন দুইজন পরীক্ষক। তাদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। পিএসসি মনে করছে, এতে করে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন