একদিকে ভালোই,
আমার পাশের কবরে তোমাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীন হলো।
ভাবতে পার?
কথা হবেনা,
খুনশুটি হবে না,
চোখে চোখ রাখা হবে না,
মান ভাংগানোর গান হবে না,
তোমার চুলে বিলি কাটবো না,
চোখের জল মুছে দিব না,
চিমটি কাটবো না,
কথায় কথায় পাশ ফিরে শোবে না,
বলবে না -যাও দুষ্ট তুমি,
শেষ বারের মত কিন্তু আড়ি।
বলো,হয় কি তা?
উহ্,হয় না।
তার চেয়ে দূরেই থাকুক দুই ঠিকানা।
তানভীর কায়ছার: সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন