আমি অভিমান, প্রত্যাখান হয়ে ফিরে গেছি
কোটি কোটি আলোকবর্ষ দূরে।
আমি প্রত্যাখান, অপেক্ষায় ছিলাম
শত সহস্র মুহুর্ত ধরে।
আমি অপেক্ষা, সন্ধ্যাতারা হয়ে জেগে ছিলাম
সোনালী ভোরকে স্বাগত জানাতে।
আমি সন্ধ্যাতারা, গোধুলীবেলায় এসেছিলাম
আরেকটি দিনকে বিদায় দিতে।
আমি গোধুলীবেলা, ক্যানভাস হয়ে ফুটে উঠি
বিষন্ন মনের চার দেয়ালে।
আমি ক্যানভাস, তুলির প্রতি আচড়ে আচড়ে
রঞ্জিত হই শিল্পীর মনের বেখেয়ালে।
অত:পর, কোন একদিন......
গোধুলীবেলার বিষাদে ভরা ক্যানভাসে
অপেক্ষার ক্ষনগুলোকে রাঙীয়ে
সন্ধ্যাতারা আসে, হৃদয় আকাশে...
সেখানে থাকে না কোন,
অভিমানে ভরা প্রত্যাখান... কিংবা,
প্রত্যাখানের কষ্টে ভরা অভিমান।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন