বিল্লাল হোসাইন
কি যেন বলার ছিল, বলিনি।
আরও পরে,তোমার চোখের তারায়,
আমার আকাশ দেখবো বলে
তখন দেখিনি,
এখন তো আর নয়নে - নয়ন ধরা দেয় নাহ।
মায়ায় বাধা পড়বো বলে, হাত বাড়াইনি।
এখন তো সে হাত,
শূন্যে হাতড়ে মরে, স্পর্শ পাওয়ার তরে।
যুদ্ধ দেখিনি, সংগ্রামে ও যাইনি
তবু কেন রক্তক্ষরন, এ হৃদয়ে?
প্রতি ডাকে চমকে উঠি, ফিরে চাই
কোন সে মানবী, দিল পদধূলি
এ হৃদয় গহীনে।
আর একবার আসো তুমি হৃদয় চৌকাঠে
শপথ ঐ গোধুলীবেলার সন্ধ্যাতারার,
নিঃসংকোচে একটু ছুবো, একটু দেখবো,
আলতো করে বলবো- ভালোবাসি।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন