দেবতার সাথে লড়াই করে অসুর হতেও দ্বিধা করিনি,
দ্বিধা করিনি শত শত জনপদ গুঁড়িয়ে দিতে।
একটুও ভাবিনি আকাশের পর আকাশ ভেঙ্গে সহস্র আলোকবর্ষ দূরে;
আমার নরকে আগুন জ্বালিয়ে দিতে, যেখানে পতিত হবো।
তোমাকে দেখার পরে
ভালোবাসার জন্য প্রতিবাদ করেছি, হাঁটু গেড়ে মাথা নত করে চেয়ে নিয়েছি,
আমারই হাতে ভাঙ্গা হাজার হৃদয় গড়ে দিয়েছি, তোমাকে দেখব বলে।
আমি নির্ভয়, নির্ভীক, অসুর, দানব, শয়তান-হয়েছি মানুষ;
তাই, স্থবির দাঁড়িয়ে আছি, চাঁদ, সমুদ্র কিংবা পাহাড় হয়ে;
হাজার বছর পরেও তোমাকে দেখব বলে।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন