ঐ যে দেখো কাঁঠাল ডালে
একটা পাখি নাচছে তালে
সেই পাখিটার নাম কি জানো?
সেই পাখিটা রাসেল,
শান্ত এবং ধীর ছিল সে
সবার চোখে শির ছিল সে
নয় অজানা তার কথা আজ-
সুদূর ভূমি ব্রাসেল।
.
পনরো আগস্ট পঁচাত্তরে
ব্যস্ত সবাই সবার ঘরে
হঠাৎ করেই হামলে পড়ে-
নরপিশাচের দল,
রক্ত খেলায় উঠলো মেতে
দেয়নি তো বাদ কাউকে এতে
পড়লে মনে সেদিনটাকে-
গড়ায় চোখের জল।
.
হিংস্রতা সব ভক্ষে বোনা
পায়নি রেহাই খোকন সোনা
খুব আদুরে বাপ ও মায়ের
ছোট্ট রাসেল শেখ,
মানুষরূপী হায়না ওদের
লোভ যে ভীষণ উচ্চ পদের
তার লাগি ঐ করছে কি যা-
কাণ্ড কেমন দেখ!
.
হয়নি মরণ রাসেল সোনার
হচ্ছে বড়,ডাকছে বোন আর-
সবটা জুড়ে রাসেল আছে
কে বলেছে নেই?
রাসেল আছে এবং রবে
সবার হৃদয়েই..।
রুমান হাফিজ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন