জামালপুরের মেলান্দহের রেখিরপাড়া গ্রামের রাসেল ইকবাল (৩৮) স্বল্প খরচে পরিবেশ বান্ধব জেনারেটরবিহীন বিদ্যুৎ উৎপাদন করেছেন।
টানা ৭ বছর চেষ্টার পর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তিনি সফলতা অর্জন করেন। বর্তমানে রাসেলের উৎপাদিত বিদ্যুৎ তার নিজ বাসার ফ্যান-লাইট-টিভি-ফ্রিজ ব্যবহার করছেন। বিদ্যুৎ উৎপাদনের এ প্রকল্পের নাম দিয়েছেন বঙ্গবন্ধুর স্বপ্নের বিদ্যুৎ।
৫ বছর আগে রাসেল বলপেনের নিপ কেটে মোটর তৈরি করে সাইকেলের চাকায় ফিট করেন। তা থেকে ঘর্ষ বিদ্যুৎ উৎপাদিত হয়ে রং-বেরংয়ের সিগনাল লাইট জ্বলতে থাকে। এরপর রাসেল বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা শুরু করেন। ৫ বছর তিনি পর প্রথম লাইট জ্বালাতে সক্ষম হন। রাসেলের উৎপাদন করা বিদ্যুৎ থেকে ১০টি বাতি, ৬টি ফ্যানসহ আনুসাঙ্গিক কাজ চলছে।
রাসেল জানান, এই পরিমাণ বিদ্যুতের সাহায্যে ৪০ বাতি, ৬ ফ্যান এবং দুটি মোটর চালানো সম্ভব। এতে এক কালিন খরচ হবে ৭০ হাজার টাকা। ১শ বছরের মধ্যে আর কোন খরচ হবে না। এ উদ্ভাবনীতে জেনারেটরের বিকল্প ৬০ ভোল্টেজের ব্যাটারির সাহায্যে শুধু সুইচ অন-অফের কাজ করছে। সূত্র: ইত্তেফাক
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন