সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি চলছে। সংবিধান বিরোধী বৈষম্য দূর করার দাবিতে মঙ্গলবার (৬ষ্ঠ দিন) সকাল ৯.০০ হতে ১১.০০ টা পর্যন্ত ২ ঘন্টা বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ।
ভূমি সংস্কার বোর্ডের উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও সমপদের কর্মচারীরা কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে।
এ সময়ে ভূমি সংস্কার বোর্ডের কর্মচারী কল্যাণ সমিতি সংগঠনের সভাপতি জানান সচিবালয়, পাবলিক সার্ভিস কমিশন, হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমপদগুলোকে প্রশাসনিক কর্মকর্তাসহ ১০ গ্রেডে উন্নীত করা হয়েছে। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তিনবার সুপারিশ করা সত্ত্বেও সারাদেশে অন্যান্য সরকারি দপ্তর ও সংস্থায় কর্মরত বর্ণিত পদগুলো আগের পদবি ও বেতন স্কেলেই রাখা হয়েছে। ফলে সারাদেশের সকল কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন