পদ নয় পতাকা।
প্রার্থী নয় প্রতীক।
বিবাদ নয় একতা।
থাকতে হবে সততা।
স্বাধীনতার একাত্তুর
কেড়ে নিল পচাঁত্তুর।
আগস্ট এলেই ভয় হয়
কি যেন আবার বাংলায় হয়।
পাকিস্তানের প্রেতাত্মরা
ছাব্বিশটি বছর নিলো তারা।
তার পরেও থেমে নেই ওরা।
অনৈক্য হলে দিবে ছোবল,
অপেক্ষায় আছে ওরা কেবল।
সুযোগ দিওনা লুটপাটের,
থাকো সবাই হুশিয়ার
বাঁচতে হলে উঠো নৌকায়
রক্ষা পাবে এবার সবাই
আজ ভয়ংকর পনেরো
আগত একুশ,
দুটি সূত্র একই সাথে গাঁথা
বাঙ্গালি ধ্বংসের কথা
মুজিবের ছিল একতা।
শেখ হাসিনার সততা
আমাদের মাঝে মীর জাফর
ক্ষণে ক্ষণে দেয় ব্যাথা।
মুজিব দিয়েছে সাহস
শেখ হাসিনা দিয়েছে শক্তি,
এবার হবে বাঙ্গালির মুক্তি।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন