মুজিব বর্ষের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পক্ষ থেকে রোকেয়া দিবস ঘিরে সারাদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত দিনে সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় রোকেয়া দিবস ২০১৯ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়. এবারের রোকেয়া দিবসের প্রতিপাদ্য ছিল ভেঙেছি শৃঙ্খল, করেছি জয়, উন্নয়ন অগ্রযাত্রায়, আর নেই ভয়। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশন বক্তব্য রাখেন আরমা দত্ত ,মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ। বক্তব্য প্রদানকালে তিনি বলেন “বেগম রোকেয়ার প্রথম নারী যিনি বলেছিলেন “আমি মানুষ এবং সৃষ্টির শ্রেষ্ট জীবের অংশীদার” এর ফলেই বাঙালি নারী মানুষের মর্যাদা লাভ করে এবং নারী মুক্তি ও নারীর ক্ষমতায়ন শুরু হয়। এছাড়া প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান, তিনি বলেন, বেগম রোকেয়া প্রকৃতপক্ষে একজন বাঙালি কারন বাংলায় শিক্ষা চর্চা তিনি শুরু করেন এবং তার লেখনীর মাধ্যমে শিক্ষা ও রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করেন।এছাড়া আলোচনা অনুষ্ঠানে আরো বাকৃবি রাখেন অধ্যাপক ড. জিনাত হুদা, প্রাধক্ষ্য রোকেয়া হল, এবং নাজমা আকতার, প্রাক্তন সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ।এরপর রোকেয়া মেমরিয়াল ট্রাস্ট ফান্ড এর পক্ষ থেকে রোকেয়া হলের ১০জন ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।
এর আগে সকাল ৯.৩০ ঘটিকায় রোকেয়া হলের পক্ষ থেকে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীর মাধ্যেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রোকেয়া দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৩৯তম জন্মদিনে এ দিবসটি পালন করা হয় । এসময় রোকেয়া হলের প্রাধক্ষ্য অধ্যাপক ড. জিনাত হুদা, হলের আবাসিক শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখক ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতি বছর রোকেয়া দিবস ৯ ডিসেম্বর উদযাপিত হলেও এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন থাকায় ১১ জানুয়ারি ২০২০ এ দিবসটি উদযাপিত হয়।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন