মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিন্ন দৃষ্টি’র উদ্যোগে "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর সকল শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক সকাল ৮ টায় প্রভাতফেরীর আয়োজন করে। প্রভাতফেরীটি ভিন্নদৃষ্টি'র পাঠশালা থেকে শুরু হয়ে শহীদ খোকন পার্কে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আবার পাঠশালায় এসে শেষ হয়। এছাড়াও পাঠশালাতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারী মাস থেকে বগুড়া শহরের চেলোপাড়া রেলওয়ে সংলগ্ন বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ভিন্ন দৃষ্টি এর উদ্দ্যোগে শুরু হয় ভিন্নদৃষ্টি'র পাঠশালা এর পথচলা। গত ডিসেম্বর এর ৯ তারিখ হতে শিশু শিক্ষার পাশাপাশি বয়স্ক শিক্ষা চালু করা হয়েছে। বর্তমানে পাঠশালাতে ২৮ জন শিশু শিক্ষার্থী ও ১৪ জন বয়ষ্ক শিক্ষার্থী রয়েছে।
এছাড়াও ভিন্ন দৃষ্টি সুবিধাবঞ্চিতদের শিক্ষা, চিকিৎসা, বস্ত্রসহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন