করোনাভাইরাসের সংক্রমণ রোধে এখন সবাই মাস্ক ব্যবহার করছে। তবে বাইরে বের হলে ভ্যাপসা গরম, ঘাম, ধুলাবালি ও সারাক্ষণ মুখে মাস্ক পরার কারণে ত্বক তৈলাক্ত হয়ে বাড়ছে ব্রণের সমস্যা।
তবে এই ব্রণ দূর করার রয়েছে ঘরোয়া কিছু উপায়। আসুন জেনে নিই কী করবেন-
১. আধা চা চামচ হলুদ গুঁড়া এবং এক চা চামচ দইয়ের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মুখ এবং ঘাড়ে মেখে আঙুলের মাথা ম্যাসাজ করুন। এর পর ১০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন।
২. এক টুকরো বরফ কাপড়ে নিয়ে মুখে ঘষুন। এতে মুখের ছিদ্রগুলো বন্ধ হবে, লালভাব বা জ্বালা কমাবে।
৩. হলুদ ও মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। সপ্তাহে মাত্র দুবার এই প্যাক ব্যবহারে ব্রণ তো দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন