ক্যাম্পাসে না হয় নিলেন সবকিছু এঁটে যায় এমন ঢাউস একটা ব্যাগ। কিন্তু ক্লাস শেষে পার্টিতে কি তা মানাবে? একই ব্যাগ নিয়ে কি চাকরির সাক্ষাত্কার দিতে যাওয়া যাবে? তো সব মিলিয়ে কেমন হওয়া উচিত আপনার ব্যাগ আসুন জেনে নিই।
ফারিয়ার কথাই ধরুন। পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে ব্যবহারের জন্য তার একটু বড় সাইজের ব্যাগই দরকার। সারাদিন ব্যবহারের টুকিটাকি জিনিসগুলো রাখতে হয় ব্যাগেই। আবার ক্লাস শেষেই যদি থাকে কোনো অনুষ্ঠান, তা হলে সেদিন পোশাকটার সঙ্গে মিলিয়ে একটু ছোট সাইজের পার্টি ব্যাগই তার পছন্দের তালিকার শীর্ষে। সেটা হয়তো বড় ব্যাগের ভেতরেই নিয়ে বের হন। পার্টির সময় বের করে হাতে নেন। আবার মারিয়া পড়াশোনার পাশাপাশি কাজ করছেন মডেল হিসেবে। পশ্চিমা ধাঁচের পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এসব পোশাকের সঙ্গে মিলিয়ে তাই হাতব্যাগটাও হতে হবে মানানসই। এসব পোশাকের সঙ্গে তিনি নিতে পছন্দ করেন চামড়ার ব্যাগ। সেই ব্যাগ তো সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। কৃত্রিম চামড়ার ব্যাগের চলটাও এখন বেশি বলেই মনে করেন মারিয়া। আবার যদি যেতে হয় কোনো পার্টিতে, তা হলে পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছোট পার্টি ব্যাগই বেশি পছন্দ তার। মূলত ব্যাগ এমন হতে হবে, যেন তা ব্যক্তিত্বকে প্রকাশ করে। এখন সবার পছন্দের ব্যাগ মনে হয় বহুমুখী ব্যবহারের ব্যাগগুলোই। এগুলোতে থাকে অনেক পকেট। চাইলে কেউ পোশাকের বিপরীত রঙের মানানসই ব্যাগ ব্যবহার করতে পারেন। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য ব্যবহার করতে পারেন পাট বা কাপড়ের ব্যাগ। চাইলে হালকা রঙের পোশাকের সঙ্গে উজ্জ্বল রঙের ব্যাগ, আবার উজ্জ্বল পোশাকের সঙ্গে হালকা রঙের ব্যাগও ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন, যে ব্যাগটাই ব্যবহার করেন না কেন, তাতে যেন একটা মার্জিত ভাব আসে আপনার সৌন্দর্যে। পারলে সপ্তাহে এক দিন ব্যাগ পরিবর্তন করার চেষ্টা করুন। দেখবেন আপনার সাজেও বৈচিত্র্য চলে এসেছে। নানা রকম ব্যাগ পাবেন ঢাকার বসুন্ধরা সিটি, নিউমার্কেট, আড়ংসহ অন্যান্য শপিং কমপ্লেক্সে। চামড়ার ব্যাগ পাবেন ৫০০-২০০০ টাকার মধ্যে। আর কাপড়ের ব্যাগ কিনতে পারবেন ৩০০-৮০০ টাকার মধ্যে। পাটের ব্যাগের দাম পড়বে ২৫০ থেকে ১০০০ টাকা। ক্লাচ ব্যাগ কিনতে আপনাকে দাম দিতে হবে ২৫০ থেকে ১০০০ টাকা।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন