যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, নিয়মিত খেলাধুলা চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদকের নেশা থেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। সোমবার সন্ধ্যায় টঙ্গী নোয়াগাঁও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে নোয়াগাঁও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি আমজাদ হোসেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াগাঁও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের প্রধান পৃষ্ঠপোষক খাদিজা রাসেল।
নোয়াগাঁও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, গত ২৭শে জুলাই টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে ৪৮টি দল অংশগ্রহণ করে। ঊষার আলো সংগঠনের খেলোয়াড়গণ দক্ষতার সাথে পুরো টুর্র্নামেন্টে খেলে সর্বশেষ ব্যাংক মাঠ বস্তি সোসাইটিকে ১৮ রাতে পরাজিত করে। তিনি আরও বলেন, ঊষার আলো সংগঠনকে যাতে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারি সেজন্য ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন